জুলাই রেবেলস সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ২
রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম ও মো. ফাহিম খান। উত্তরা পূর্ব থানার সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় একদল দুর্বৃত্ত জুলাই রেবেলস সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম ও মো. ফাহিম খান।
উত্তরা পূর্ব থানার সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় একদল দুর্বৃত্ত জুলাই রেবেলস সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?