জুলাই শহীদ পরিবারের প্রতি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নরসিংদীর প্রথম জুলাই আন্দোলনে শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন।
খায়রুল কবির খোকন বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত বাংলাদেশ ও গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার মধ্যেই শহীদ পরিবারগুলোর জন্য সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলা হয়েছে, ভবিষ্যতে কেউ যদি জনগণের আকাঙ্ক্ষা ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে, তাহলে তাদের পরিণতিও একই হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে কেউ যদি আবার স্বৈরাচারী একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করে, তবে জনগণ তা মেনে ন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নরসিংদীর প্রথম জুলাই আন্দোলনে শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন।
খায়রুল কবির খোকন বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত বাংলাদেশ ও গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার মধ্যেই শহীদ পরিবারগুলোর জন্য সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলা হয়েছে, ভবিষ্যতে কেউ যদি জনগণের আকাঙ্ক্ষা ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে, তাহলে তাদের পরিণতিও একই হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে কেউ যদি আবার স্বৈরাচারী একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করে, তবে জনগণ তা মেনে নেবে না।
বিএনপি ক্ষমতায় এলে জনগণের ওপর কোনো অন্যায়-অত্যাচার হবে না উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন হবে, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে। লুটপাট ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। একজন ফার্স্ট সিটিজেন হিসেবে নাগরিকদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রব ফকির রনি, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূঁইয়া, নিহত তাহমিদের বাবা রফিক ডাক্তার, চিনিশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি লতিফ মোল্লাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের কবর জিয়ারত শেষে চিনিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হয়।