জুলাই শহীদ রুদ্র সেনের নামে শাবিপ্রবির লেকের নামকরণ

2 months ago 7

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেনের নামে ক্যাম্পাসের একটি লেকের নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ক্যাম্পাসের ফুডকোর্ট-সংলগ্ন নবনির্মিত লেকটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উদ্বোধনের পর উপাচার্য বলেন, ‍“আমরা নতুন এই লেককে শহীদ রুদ্র সেনের নামে ‘রুদ্র সেন লেক’ হিসেবে ঘোষণা করলাম। আশা করি, তার পরিবার এতে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবে। রুদ্রের আত্মত্যাগের একটি বাস্তব নিদর্শন হিসেবে এই লেক তার স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। আমরা তার পরিবারের শোক কাটিয়ে উঠতেও পাশে থাকবো।”

জুলাই শহীদ রুদ্র সেনের নামে শাবিপ্রবির লেকের নামকরণ

এসময় লেকের পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে উপাচার্য সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘রুদ্র সেন লেক যেন পরিচ্ছন্ন ও সুন্দর থাকে, সেই দায়িত্ব আমাদের সবার। প্লাস্টিক দূষণ রোধে সবাই সচেতন থাকতে হবে।’

এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন আহমেদ, ভূ-সম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক ড. আবুল হাসনাত, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ১৮ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় একটি খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়।

এসআর/এএসএম

Read Entire Article