জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

2 hours ago 3

জুলাই শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের জবি শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন শাখার পৃষ্ঠপোষক ও উপদেষ্টা শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন ড. মনিরা জাহান, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ড. সৈয়দা ইশরাত নাজিয়া, ড. মো. আব্দুল কাদের, ড. মো. আব্দুল মালেক, ড. নাজমুন নাহার ও অনুরাধা পাল। এছাড়া সংগঠনের সভাপতি মো. রাশেদুজ্জামান লিমন, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, অর্থ সম্পাদক শিমুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নাসিফসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ২৫টি নিম ও সুপারি গাছ রোপণ করা হয়। পাশাপাশি জুলফা মোহাম্মদ ভবন ও পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে ক্যাম্পাস ক্লিনিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পোগোজ স্কুলের শিক্ষার্থীরাও এতে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করে।

সভাপতি রাশেদুজ্জামান লিমন বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই প্রস্তুত করা জরুরি।

সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বলেন, পরিবেশ রক্ষায় শিশুদের সচেতন করা গেলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।

ক্যাম্পেইনের সার্বিক দায়িত্বে ছিলেন অর্থ সম্পাদক শিমুল মোড়ল ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নাসিফ। কর্মসূচিতে গ্রিন ভয়েসের সদস্য ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

Read Entire Article