চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন বলেন, আওয়ামী শাসনের ১৫ বছর ছিল এক দীর্ঘ নীরবতার যুগ। সত্য উচ্চারণ করার চেষ্টা করলেই ভিন্নমতকে দমিয়ে রাখা হতো নির্মমভাবে। কিন্তু জনগণের জমে থাকা ক্ষোভ শেষ পর্যন্ত অগ্নির মতো জ্বলে ওঠে ৫ আগস্টে। এই গণজাগরণে সাংবাদিকরা ছিলেন পথপ্রদর্শকের ভূমিকায়। তারা শুধু সংবাদ লেখেননি, মানুষের মনের কথা তুলে ধরেছিলেন অকুতোভয়ে।
সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সাধারণ মানুষের আস্থার সবশেষ আশ্রয়স্থল। জুলাই আন্দোলনে সাংবাদিকদের অন্যতম ভূমিকা ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে শিক্ষার্থীদের অন্যতম আস্থার জায়গা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।’
আয়োজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবায়ের জামিলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম