জুড়ী নদী যেন ময়লার ভাগাড়
ভারত থেকে বয়ে আসা জুড়ী নদী মিলিত হয়েছে হাকালুকি হাওরে। জুড়ী উপজেলার দুই বাজারের ময়লা-আর্বজনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা হচ্ছে এই নদীতে। সেগুলো ভেসে যাচ্ছে হাকালুকি হাওরে। এতে নষ্ট হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। মাছের পেটে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। সেগুলো ঘুরে আসছে মানুষের খাবার টেবিলে।
What's Your Reaction?
