জুয়া খেলার টাকা নিয়ে বিতণ্ডা, প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

1 month ago 16

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলার টাকা নিয়ে বিতণ্ডায় প্রতিপক্ষের গুলিতে রাকিব হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাকিব হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশের আলী হোসেনের বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলী হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসা চলে আসছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রাকিব হোসেন ওই বাড়িতে জুয়া খেলতে বসেন। একপর্যায়ে ওই গ্রামের মাসুদ এসে রাকিবের কাছে জুয়া খেলার পাওনা টাকা দাবি করে। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুদ রাকিবের বুকে গুলি করে। আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, গুলিতে একজন আহত হওয়ার খবর শুনেছি। বহিরাগত লোকজন এসে জুয়ার খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে। পরে শুনেছি ওই যুবক মারা গেছেন।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম জানান, জুয়া খেলার টাকার টাক নিয় দ্বন্দ্বে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দুজনই বহিরাগত। তারা পাশের আড়াইহাজার উপজেলা থেকে এসে এ ঘটনা ঘটিয়েছেন।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এএসএম

Read Entire Article