জেতা ম্যাচ সুপার ওভারে গিয়ে হারলো রংপুর রাইডার্স

1 month ago 24

১৯ বলে দরকার ১৩ রান। হাতে ৬ উইকেট। এমন ম্যাচও হারা যায়? উত্তর হবে- যায়। কেননা বাংলাদেশ ক্রিকেটে তো এমন চিত্র হরহামেশাই দেখা যায়। বিপিএল তো আর বাংলাদেশ ক্রিকেটের বাইরে নয়। তাই নিজেদের দৃষ্টিকটু হারের ঐতিহ্য বাঁচিয়ে রাখার দায়িত্ব নিশ্চয়ই নিজেদের কাঁধে নিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে শেষমেশ হেরেই আসলো রংপুর।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। ১৯ বলে ১৩ রান দরকার হলেও এরপর ৩ বলের ব্যবধানে রংপুরের দুই সেট ব্যাটার খুশদিল শাহ ও ওয়ানে ম্যাডসন রানআউট হন। শেষ ওভারের জেতার জন্য রংপুরের দরকার ৭ রান। জেমস ফুলারের করা ওই ওভারের তৃতীয় বলে আউট হন হারমিত সিং। ১২৮ রানে ৮ উইকেটের পতন।

শেষ ৩ বলে দরকার ৫ রান। স্ট্রাইকে রিশাদ হোসেন, ননস্ট্রাইকে মোহাম্মদ সাইফুউদ্দিন। বাংলাদেশি দুই ব্যাটারের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ হয় টাই।

সুপার ওভারে রংপুর নেয় ১২ রান। লক্ষ্য তাড়ায় হ্যাম্পশায়ার জয় তুলে নেয় ১ বল হাতে রেখেই।

এর আগে হ্যাম্পশায়ারের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। ৩১ বলে ২৮ রান করেন ওপেনার ওলি অর। ১২ রান করে নেন টম প্রেস্ট ও জেমস ফুলার। এতে নির্ধারিত ২০ ওভার খেলে ইংল্যান্ডের দলটি অলআউট হয় ১৩২ রানে।

এমএইচ/এএসএম

Read Entire Article