জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডেও জয়ের সামনে সিলেট বিভাগ। বরিশালকে দ্বিতীয় ইনিংসে দেড়শ রানের আগেই আটকে দিয়েছে তারা। এতে ছোট লক্ষ্য পেয়েছে সিলেট। তবে অন্য ম্যাচে সাত ব্যাটারকে হারিয়ে হারের শঙ্কায় পড়ল চট্টগ্রাম বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন ৩৪২ রানে থামে সিলেটের প্রথম ইনিংস। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে গিয়ে ১৪২ রানে গুটিয়ে যায় বরিশাল। সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার খালেদ আহমেদ। এ ছাড়াও ৩টি উইকেট নেন তোফায়েল আহমেদ। আজ ১০৪ রানের লক্ষ্যে ব্যাটিং করবে সিলেট।
সিলেট স্টেডিয়ামের ২নং গ্রাউন্ডে খুলনাকে দ্বিতীয় ইনিংসে ২১৯ রানে থামায় চট্টগ্রাম। পরে ব্যাটিং পেয়ে নিজেরা ব্যর্থতায় চাপে পড়ে যায়। তৃতীয় দিনের শেষ বেলায় ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। জেতার জন্য এখনো চট্টগ্রামকে করতে হবে ৮৬ রান; আর খুলনাকে নিতে হবে ৩ উইকেট। চট্টগ্রামের বিশেষজ্ঞ ব্যাটার না থাকায় খুলনার জন্য জেতার সম্ভাবনাই বেশি বলা চলে।
এ ছাড়াও কক্সবাজারে ঢাকা মেট্রোর ৪৭৫ রানের জবাব দিতে গিয়ে ৯ উইকেটে ২৫৩ রান তুলেছে রংপুর। চতুর্থ দিনে ফলো অনে পড়তে হতে পারে তাদের।