দীর্ঘদিনের প্রেমিক নেস ওয়াডিয়ার সঙ্গে প্রেম ভেঙ্গে যাওয়ায় প্রায় একা হয়ে পড়েছিলেন ‘বীরজারা’ খ্যাত বলিউড নায়িকা প্রীতি জিনতা। আর ঠিক সে সময় বিদেশি নাগরিক জেন গুড এনাফ যেন রাজকুমার হয়ে ধরা দেন প্রীতির জীবনে। প্রেম নিবেদন করেন প্রীতিকে। প্রীতির সাড়া পাওয়ার এক পর্যায়ে সাতসমুদ্র পার হয়ে গুড এনাফ বিয়ে করতে চলে আসেন ভারতের মুম্বাইয়ে। সেখানেই বিয়ে করেন প্রীতি আর গুড এনাফ। এরপর থেকে... বিস্তারিত