জেনারেল ওসমানীর জন্মদিনে যা বললেন শাকিব খান

2 days ago 7

ঢাকাই সিনেমা জনপ্রিয় নায়ক শাকিব খান ইদানিং দেশের সব জাতীয় নেতার জন্মদিন ও মৃত্যু বার্ষিকী নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী নিয়ে স্ট্যাটাস দিয়ে তুমুল আলোচনার ও সমালোচনার মুখে পড়েছিলেন।

আজ (১ সেপ্টম্বর) মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানির জন্মদিন নিয়ে শাকিব একটি স্টাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহম্মদ আতাউল গণি ওসমানীকে তার জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। দেশের প্রতি তার ভালোবাসা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে শোক প্রকাশ করে আলোচনা আসেন শাকিব। এ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। তারপর বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা জানিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, ‘দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত।’

তিনি যোগ করেন, ‘যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত।’

এমএমএফ/জিকেএস

Read Entire Article