জেলায় জেলায় ‘ভোটের গাড়ি’ : সিগনেচার ব্যানারে হাদি হত্যার বিচার দাবি

রাজশাহী গণভোটের গুরুত্ব ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে জেলায় জেলায় ঘুরছে ‘ভোটের গাড়ি’। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যার পর বিশেষ এই গাড়িটি রাজশাহীতে পৌঁছায়। নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গাড়িটি অবস্থানকালে গণভোট নিয়ে বিভিন্ন তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে এ প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে। গত ২২ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এই প্রচার কার্যক্রম শুরু হয়। সোমবার সকালে নাটোর হয়ে সন্ধ্যায় রাজশাহীতে পৌঁছায় ‘ভোটের গাড়ি’। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে গাড়িটি নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানেও তথ্যচিত্র প্রদর্শিত হবে। সোমবার সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। সেখানে শহীদ আবরার ফাহাদ হত্যার ওপর নির্মিত ডকুমেন্টারি, সীমান্ত হত্যা (ফেলানী), জুলাই গণঅভ্যুত্থান এবং রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে আহত মাহবুবের জীবনসংগ্রাম তুলে ধরা হয়। প্রদর্শনীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণও প্রচার করা হয়। এ ছাড়া নির্বাচনী থিম সং এবং প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোটিং সিস্টেম’ সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করা হয়। প্রচারণায় এক

জেলায় জেলায় ‘ভোটের গাড়ি’ : সিগনেচার ব্যানারে হাদি হত্যার বিচার দাবি
রাজশাহী গণভোটের গুরুত্ব ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে জেলায় জেলায় ঘুরছে ‘ভোটের গাড়ি’। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যার পর বিশেষ এই গাড়িটি রাজশাহীতে পৌঁছায়। নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গাড়িটি অবস্থানকালে গণভোট নিয়ে বিভিন্ন তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে এ প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে। গত ২২ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এই প্রচার কার্যক্রম শুরু হয়। সোমবার সকালে নাটোর হয়ে সন্ধ্যায় রাজশাহীতে পৌঁছায় ‘ভোটের গাড়ি’। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে গাড়িটি নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানেও তথ্যচিত্র প্রদর্শিত হবে। সোমবার সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। সেখানে শহীদ আবরার ফাহাদ হত্যার ওপর নির্মিত ডকুমেন্টারি, সীমান্ত হত্যা (ফেলানী), জুলাই গণঅভ্যুত্থান এবং রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে আহত মাহবুবের জীবনসংগ্রাম তুলে ধরা হয়। প্রদর্শনীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণও প্রচার করা হয়। এ ছাড়া নির্বাচনী থিম সং এবং প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোটিং সিস্টেম’ সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করা হয়। প্রচারণায় একটি ‘জনমত বাক্স’ রাখা হয়েছে, যেখানে নাগরিকরা তাদের ব্যক্তিগত মতামত জমা দিতে পারছেন। এছাড়া একটি সিগনেচার ব্যানারে সাধারণ মানুষের স্বাক্ষর ও মন্তব্য সংগ্রহের ব্যবস্থা রয়েছে। সেখানে অনেককেই শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করতে দেখা গেছে। কেউ কেউ প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসনবিরোধী ও নেতিবাচক মন্তব্য করেছেন। এ ছাড়া তরুণদের ‘প্রথম ভোট যেন ন্যায়ের পক্ষে হয়’ এমন আশাবাদও উঠে এসেছে ব্যানারে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মো. মুন্না জানান, মোট ১৩ জনের একটি দল নিয়ে তারা সব জেলায় যাচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করা। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের মতামত দেবেন। সংগৃহীত সব মতামত প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow