জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

3 weeks ago 11

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইচ্ছে তুরস্ক, অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকটি হোক। বৃহস্পতিবার ইউক্রেনীয় গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর আনাদোলু এজেন্সির। 

তবে জেলেনস্কির পছন্দের তালিকায় বিশেষভাবে আছে তুরস্ক। তিনি বলেন, তুরস্ক ন্যাটো সদস্য এবং ইউরোপের অংশ। তাই সম্ভাব্য ভেন্যু হতে পারে দেশটি। 

তিনি আরও বলেন, বৈঠকটি ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি। ইউরোপীয় নেতারাও জোর দিয়েছেন যে বৈঠকটি ইউরোপের নিরপেক্ষ কোনো দেশে হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। যদিও পুতিন বৈঠকের স্থান হিসেবে মস্কোকে বেশি উপযোগী বলেছেন।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রস্তাব দিয়েছেন জেনেভার। এমনকি শহর কর্তৃপক্ষ জানায়, আলোচনার স্থান হিসেবে জেনেভা নির্বাচিত হলে পুতিনকে বিদ্যমান যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা থেকে ‘ইমিউনিটি’ (সুরক্ষা) দেওয়া হবে।

অপরদিকে মার্কিন সিক্রেট সার্ভিস একাধিক স্থানের নিরাপত্তা পরিদর্শন করছে, যেখানে বুদাপেস্টকে প্রধান প্রার্থী হিসেবে ধরা হচ্ছে।

Read Entire Article