জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

3 hours ago 5

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে লিটন মাঝির জালে ধরা পড়েছে দুই কেজি আটশ গ্রামের একটি ইলিশ। পরে তা নিলামে বিক্রি করতে গেলে দাম ওঠে ৯ হাজার টাকা। 

শুক্রবার  (২২ আগস্ট) রাতের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটি নিলামে বিক্রি করা হয়।

জানা যায়, শুক্রবার বিকেলে নদীতে জাল ফেলার পর লিটন মাঝির জালে বড় এ মাছটি ধরা পড়ে। রাতের দিকে অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে যান। মাছটি নিলামে ৯ হাজার টাকা দাম ওঠে। ফারুক ব্যাপারী মাছটি কিনে নেন। ওজন দেওয়ার পর দেখা যায় মাছটি ২ কেজি ৮শ গ্রাম।

লিটন মাঝি বলেন, এবার ভরা মৌসুমে ইলিশের আকাল। শুরু থেকে মাছ নেই। সিজন শেষ হওয়ার পথে। ব্যবসা তো দূরের কথা যেটা চালান দিয়েছি সেটাও উঠেনি। আজকে বড় এই মাছটি আল্লাহ মিলিয়ে দিয়েছেন। ৯ হাজার টাকা বিক্রি করেছি। 

পাটোয়ারী মৎস্য আড়তের মালিক সাইফুল পাটোয়ারী কালবেলাকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ মাছ অনেক কম। ভরা মৌসুমে যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা, তার দশ ভাগের এক ভাগও নেই। অনেক জেলে তাদের দৈনন্দিনের খরচ তুলতে পারে না। তবে বাজারে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম অনেক বেশি পাওয়া যায়। তাই বড় মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।

Read Entire Article