জেসিআই ঢাকা ইউনাইটেডের নেতৃত্বে অনি-রবি

2 months ago 33

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের-২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এএফএম ফাহমিদুর রহমান (অনি) লোকাল প্রেসিডেন্ট (এলপি) এবং রবিউল ইসলাম (রবি) সেক্রেটারি জেনারেল (এসজি) নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর রাওয়া ক্লাবে জেসিআই ঢাকা ইউনাইটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।

জেসিআই ঢাকা ইউনাইটেডের-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন- ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) মো. কামরুজ্জামান পাভেল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ডা. মো. আনামুল হক, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মীর মোহাম্মদ আলী ও মাহমুদ খান বিজু, ট্রেজারার শাহাদাত হোসেন সাদী, জেনারেল লিগ্যাল কাউন্সেল (জিএলসি) তাহিয়াদুল ইসলাম তামজিদ, ট্রেনিং কমিশনার মাকসুদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট খাদিজাতুল কুবরা, ডিরেক্টর স্বপ্নীল হায়দার ও আরিফ সিকদার, ডিজিটাল কমিটি চেয়ার ইজেল মোর্তুজা, ইভেন্ট কমিটি চেয়ার মো. জাহিদ হাসান আরজু এবং পাবলিকেশন কমিটি চেয়ার রঞ্জন মীর মহসীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী এম. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহমুদুল হাসান এবং এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক। এতে জেসিআই বাংলাদেশের ২০২৫ সালের নির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ ও ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদসহ সংগঠনটির ন্যাশনাল কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৩ সালের পাস্ট লোকাল প্রেসিডেন্ট মুন্তাসির মামুন।

নির্বাচন শেষে বিদায়ী লোকাল প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান পাভেল নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট এএফএম ফাহমিদুর রহমানের কাছে ২০২৫ সালের নেতৃত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পরে নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৫ সালের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। সংগঠনটি ১২০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখেরও বেশি। তরুণ পেশাদারদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এই সংগঠনটি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর প্রায় ৩৫টি লোকাল চ্যাপ্টার সক্রিয়ভাবে কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ইউনাইটেড অন্যতম।

Read Entire Article