২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে না খেলে আসর ছেড়ে যেতে হয়েছিল নোভাক জোকোভিচকে। কোভিডের টিকা না নেয়ায় অস্ট্রেলিয়ার হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল সার্বিয়ান মহাতারকাকে। ঘটনার দুবছর পেরিয়ে তিনি দাবি করেছেন, খাবারে বিষাক্ত পদার্থ দেয়া হয়েছিল। জোকোভিচ দাবি করেছেন, ‘সেসময় আমার কিছুটা শারীরিক সমস্যা হয়েছিল। সেময় আবিষ্কার করেছিলাম, মেলবোর্নের ওই হোটেলে থাকাকালীন আমাকে যে খাবার দেয়া হয়েছিল […]
The post জোকোভিচের খাবারে ‘বিষ’ দেয়া হয়েছিল appeared first on চ্যানেল আই অনলাইন.