জোট করলেও নিজেদের মার্কায় ভোট করব : নুর

8 hours ago 7

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বৃহত্তর স্বার্থে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের যদি কারও সঙ্গে জোট করাও লাগে আমরা জোট করব। তবে আমাদের সম্ভাব্য জায়গাগুলোতে আমাদের প্রার্থীরা থাকবে এবং তারা ট্রাক প্রতীকে নির্বাচন করবে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশ ও প্রার্থিতা পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, কমিশনের অধ্যাদেশে বলা হয়েছে- কোনো দল যদি জোট করে তবে ভোট করতে হবে নিজের মার্কায়। আমরা নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। 

তিনি বলেন, মানুষের মুক্তির যে আন্দোলনে আমরা রাজপথে লড়াই করেছিলাম, সেই মুক্তি অর্জন না করে আমরা ঘরে ফিরে যাইনি।

নুর বলেন, বড় বড় রাজনৈতিক দল যেভাবে সিলেট থেকে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে, আমরাও সেই ঐতিহ্য ধরে সিলেট থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচরণা শুরু করেছি। 

এ সময় তিনি গণঅধিকার পরিষদের সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের প্রার্থী অ্যাড. জাহিদুর রহমানকে পরিচয় করিয়ে দেন।

প্রধান বক্তার বক্তব্যে গণঅধিকার পরিষদ মনোনীত সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান বলেন, বিপ্লবের চেতনা এখনো জাগ্রত রয়েছে। যে স্বপ্ন নিয়ে এ দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা দেশের মানুষকে উপভোগ করার জন্য সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র আমরা সবাই মিলে উপহার দেব। আমরা এমন একটি বাংলাদেশ চাই- যেখানে আইন-আদালত তার নিজস্ব গতিতে চলবে।

তিনি বলেন, সাধারণ মানুষের মর্যাদা দেওয়ার মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। সেই লক্ষ্য অর্জনে সিলেট-৬ আসনটি গণঅধিকার পরিষদকে আমরা উপরহার দেব। নেতা নয়, সেবক হয়ে এ অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করতে চাই।

Read Entire Article