জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জন্য এখনো জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বের হয়ে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনটা হবে আশা করিনি। একসঙ্গে নির্বাচনে যাবো সে প্রত্যাশা ছিল। তারপরও তাদের জোট থেকে বের হয়ে যাওয়ার পর এনসিপি, জোটের প্রিন্সিপাল অনুসরণ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ায় এনসিপির কোনো প্রভাব নেই। তিনি বলেন, ১০ দলীয় জোটের ওপর মানুষের আস্থা আছে। প্রত্যাশা করছি সামনের দিনগুলোয় এ ঐক্য জনগণের ম্যান্ডেড নিয়ে জয়ী হবে। তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ জামায়াতের নেতৃত্বে জোটের শরিক হবে বলে আশাবাদ এনসিপির। তা নাহলে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করি। পরিবর্তিত পরিস্থিতির পর লিয়াঁজো কমিটির সঙ্গে এনসিপির আলোচনা হয়েছে।

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জন্য এখনো জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বের হয়ে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনটা হবে আশা করিনি। একসঙ্গে নির্বাচনে যাবো সে প্রত্যাশা ছিল।

তারপরও তাদের জোট থেকে বের হয়ে যাওয়ার পর এনসিপি, জোটের প্রিন্সিপাল অনুসরণ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ায় এনসিপির কোনো প্রভাব নেই।

তিনি বলেন, ১০ দলীয় জোটের ওপর মানুষের আস্থা আছে। প্রত্যাশা করছি সামনের দিনগুলোয় এ ঐক্য জনগণের ম্যান্ডেড নিয়ে জয়ী হবে।

তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ জামায়াতের নেতৃত্বে জোটের শরিক হবে বলে আশাবাদ এনসিপির। তা নাহলে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করি। পরিবর্তিত পরিস্থিতির পর লিয়াঁজো কমিটির সঙ্গে এনসিপির আলোচনা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow