জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিলো ভারত

2 months ago 7

হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়েছে ভারত। এতে জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্য পেয়েছে ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ৬ রানের লিড পেয়েছিল ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯২ রানে ৩ উইকেট হারায় ভারত। ব্যর্থ হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল (৪) ও শুবমান গিল (৮)। ৩০ রানে ফেরেন প্রথম ইনিংসে শূন্য করা সাই সুদর্শন।

চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি করে শুরুর চাপ সামলে নেন লোকেশ রাহুল ও রিশাভ পান্ত। ইনিংসের চেহারা বদলে দেন তারা। দু'জনই হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি। ১৪০ বলে ১১৮ রান (১৫ চার ও ৩ ছক্কা) করে ফেরেন পান্ত। টেস্ট ক্যারিয়ারে এটি বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটারের অষ্টম সেঞ্চুরি।

২৪৭ বলে ১৩৭ রান (১৮ চার) করেন রাহুল। এটি ডানহাতি ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের নবম শতক। করুণ নাইর ২০ আর রবীন্দ্র জাদেজা ২৫ রান করলে লড়াকু পুঁজি পায় ভারত।

ভারতের দ্বিতীয় ইনিংসে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন দুই পেসার ব্রাইডন কার্স ও জশ টাং। স্পিনার শোয়েব বশির ২ আর পেসার বেন স্টোকস ১টি উইকেট নেন।

এমএইচ/

Read Entire Article