জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার রান পাহাড়ের পর বৃষ্টিতে খেলা বন্ধ

2 months ago 34

শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যাবে। আর বাকি এক ওভার। শেষ ওভারের ২টি বল ততক্ষণে হয়েও গেছে। বাকি ৪ বল হলেই তো শেষ হতো লঙ্কানদের ইনিংস। কিন্তু বেরসিক বৃষ্টি তার হতে দিল কই? শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বন্ধ হয়ে রয়েছে বৃষ্টিতে।

ততক্ষণে নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য রান পাহাড়ে উঠে গিয়েছিলো লঙ্কানরা। ডাম্বুলায় কুশল মেন্ডিস আর আভিষ্কার ফার্নান্দোর জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করে লঙ্কানরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপদেই পড়েছিলো শ্রীলঙ্কা। দলীয় ১৭ রানের মাথায় হারিয়েছিলো ওপেনার পাথুম নিশাঙ্কা। ১২ রান করে আউট হয়ে যান তিনি। এরপরই অবশ্য নিউজিল্যান্ড বোলারদের মুখের হাসি কেড়ে নেন আভিসকা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস।

এই দুই ব্যাটার মিলে গড়ে তোলেন ২০৬ রানের বিশাল এক জুটি। ১৭ থেকে তারা দলকে নিয়ে যান ২২৩ রান পর্যন্ত। ১১৫ বল খেলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে এ সময় আউট হন কুশল মেন্ডিস। ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় তিনি করেন বরাবর ১০০ রান।

এরপর সাদিরা বিক্রমা উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। ৪ বলে ৫ রান করে আউট হয়ে যান তিনি। এরপর চারিথ আশালঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে গড়ে তোলেন ৫৩ রানের জুটি। দলীয় ২৯১ রানের মাথায় ১২৮ বলে ১৪৩ রান করে আউট হন কুশল মেন্ডিস। ১৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

চারিথ আশালঙ্কা ২৮ বলে ৪০ রান করে আউট হয়ে যান। ১৩ বলে ১২ রানে অপরাজিত রয়েছেন জানিথ লিয়ানাগে। জ্যাকব ডাফি নেন ৩ উইকেট।

আইএইচএস/

Read Entire Article