জ্যামাইকা টেস্টে ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব

1 month ago 15

জ্যামাইকা টেস্টে ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব হচ্ছে। সাবিনা পার্কে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আম্পায়াররা কিছুক্ষণ পর মাঠ পরিদর্শন করে অবস্থা দেখবেন। তারপর টস কখন হবে, সেই সিদ্ধান্ত জানানো হতে পারে।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।

ফলে দ্বিতীয় টেস্টটি দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।

এমএমআর/জেআইএম

Read Entire Article