চট্টগ্রামে আদালতে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আইনজীবীরা এ বিক্ষোভ মিছিল করেন।
এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। জড়িদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেট দেন আইনজীবীরা।
- আরও পড়ুন
- চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের হামলায় আইনজীবী নিহত
- চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
বিক্ষোভ মিছিল শেষে নজরুল ইসলাম বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা আমার আইনজীবী ভাইকে হত্যা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। গ্রেফতার না হলে তাদের বিরুদ্ধে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে যথাযথ ব্যবস্থা নেবে। তখন কিছু করার থাকবে না। সারাদেশের আদালতসহ সবকিছু অচল করে দেওয়া হবে।
জেএ/এমআইএইচএস/এএসএম