জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। হামলায় ইয়ানূরের সঙ্গে থাকা আল আমিন নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। সে স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের সদস্য বলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন প্রধান নিশ্চিত করেন।স্থানীয় গ্রামবাসী জানায়, গত কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল কর্মী ইয়ানুর হোসেন। ওয়াজ মাহফিলের হিসাব নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্ধ শুরু হয়। গ্রামের মানুষজন ইয়ানুর ও মোস্তফা গ্রূপে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। এলাকায় মানববন্ধন ও থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিনকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া

জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। হামলায় ইয়ানূরের সঙ্গে থাকা আল আমিন নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। সে স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের সদস্য বলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন প্রধান নিশ্চিত করেন।

স্থানীয় গ্রামবাসী জানায়, গত কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল কর্মী ইয়ানুর হোসেন। ওয়াজ মাহফিলের হিসাব নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্ধ শুরু হয়। গ্রামের মানুষজন ইয়ানুর ও মোস্তফা গ্রূপে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। এলাকায় মানববন্ধন ও থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।

বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিনকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে ইয়ানূর ও আলামিনের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তাদের চিৎকারে সড়কের পাশের গ্রামবাসী এগিয়ে এসে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইয়ানুর মারা যান। গুরুতর আহত আল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

তিনি জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow