জয়পুরহাটে বাজার পর্যবেক্ষণ শিক্ষার্থীরা

1 month ago 23

জয়পুরহাটে সড়ক পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণর পর এবার বাজার পর্যবেক্ষণ কাজ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) শহরের মাছুয়া বাজার, নতুনহাট, পূর্ববাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।

এ সময় তারা বাজারে সব বিক্রেতাদের বলেন, কাউকে যেন কোনো ধরনের চাঁদা না দেন। এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।

এ ছাড়া মাছ ও মুরগির ওজনে কারচুপি, চিনি স্টক করে রাখা, বাজারের চাঁদাবাজি এবং রাস্তার ওপরে দোকানপাট সিএনজিচালিত অটোস্ট্যান্ডও পর্যবেক্ষণ করা হয়।

জয়পুরহাটে বাজার পর্যবেক্ষণ শিক্ষার্থীরা

জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এবার পরিষ্কার পরিছন্নতার পরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের কাজ শুরু করে দিয়েছি।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরোজা বলেন, আমরা বাজার মনিটরিং করছি যাতে কোনো অসাধু ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করতে না পারেন।

আরএইচ/জিকেএস

Read Entire Article