জয়পুরহাটে ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

2 months ago 35

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ফ্রি চক্ষু শিবিরে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন এস এম মিলকান আলী তুহিন নামে এক ভুয়া চিকিৎসক। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ক্ষেতলাল পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুন আরা কালবেলাকে বলেন, পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারে ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন তিনি। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলায় আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নির্ঝর ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

Read Entire Article