জয়পুরহাটে সুষ্ঠু নির্বাচনের জন্য পাঁচবিবি ইউএনওর প্রচারণা
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২৬ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ নিজ উদ্যোগে নানামুখী সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাঁচবিবি গোহাটি চত্বরে আচরনবিধি প্রতিপালন এবং জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন বিষয়ে গণসচেতনতা এবং ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার আয়োজন করেন । বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের উপর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। ভোটের গাড়ির প্রদর্শনীর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোঃ রায়হান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, এনজিও কর্মী, সকল শ্রেণীপেশার মানুষ। উপজেলা ন
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২৬ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ নিজ উদ্যোগে নানামুখী সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাঁচবিবি গোহাটি চত্বরে আচরনবিধি প্রতিপালন এবং জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন বিষয়ে গণসচেতনতা এবং ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার আয়োজন করেন ।
বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের উপর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। ভোটের গাড়ির প্রদর্শনীর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোঃ রায়হান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, এনজিও কর্মী, সকল শ্রেণীপেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।
What's Your Reaction?