জয়সওয়ালের সেঞ্চুরি, ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে শুরু ভারতের

2 months ago 6

২০ টেস্টের ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন ভারতের তরুণ ওপেনার জসশ্বী জয়সওয়াল। এর মধ্যে আবার দুটি আছে ডাবল সেঞ্চুরি।

আজ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম দিনে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়সওয়াল। যে সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে ভারত।

প্রথম দিনের চা-বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২১৫ রান। জয়সওয়াল ১০০ আর শুভমান গিল ৫৮ রান নিয়ে ব্যাটিং করছেন।

হেডিংলিতে টস জিতে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে ৯১ রান তোলেন জয়সওয়াল।

এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারায় ভারত। ব্রাইডন কার্সে তুলে নেন রাহুলকে (৪২)। স্টোকসের শিকার হয়ে সাই সুদর্শন ফেরেন শূন্য রানেই।

তবে তৃতীয় উইকেটে গিলকে নিয়ে আবারও জুটি গড়ে তুলেছেন জয়সওয়াল। এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ১২৩ রানে।

এমএমআর/এএসএম

Read Entire Article