মৌসুমের শেষটা চ্যাম্পিয়নের মতোই করেছে বার্সেলোনা। লা লিগায় অ্যাথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে সাফল্যমণ্ডিত এক মৌসুমের ইতি টেনেছে তারা। শেষ দিন আবার মাইলফলক স্পর্শ করেছেন রবের্ত লেভানডোভস্কি। জোড়া গোল করে ক্লাবটির হয়ে পূরণ করেছেন নিজের শততম গোল।
৩৬ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ড ২৭ গোল করে মৌসুম শেষ করেছেন। তার চেয়ে বেশি গোল ছিল রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের, ৩১।
এবারে লা লিগা জয়ের পাশাপাশি... বিস্তারিত