জয়ের জন্য বাংলাদেশের দরকার ২০২ রান

2 months ago 6

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা যে একদমই সঠিক ছিল, সেটার প্রমাণ দিল পাকিস্তান ব্যাটিং ইউনিট। একের পর এক ব্যাটার ঝড় তুললেন, আর স্কোরবোর্ডে জমা হল বিশাল রান—২০ ওভারে ২০১/৭। বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, জিততে হলে করতে হবে ২০২ রান।

পাকিস্তান ইনিংসের শুরুটা অবশ্য দুঃস্বপ্নের মতোই ছিল। সাইম আয়ুব প্রথম ওভারেই ০ রানে ফেরেন মেহেদী হাসানের ক্যাচে। এরপর ফখর জামানও শরীফুল ইসলামের শিকার হয়ে ফেরেন মাত্র ১ রানে। ১.২ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৫/২!

কিন্তু এরপরই ইনিংস ঘুরে দাঁড়ায়। মোহাম্মদ হারিস (৩১ রান, ১৮ বল) কিছুটা ঝড় তোলেন। এরপর মূল কাণ্ডারির ভূমিকা পালন করেন অধিনায়ক সালমান আঘা। খেলেন ৩৪ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস, মারেন ৮টি চার ও একটি ছক্কা। তার সঙ্গে তাল মেলান হাসান নবাজ (২২ বলে ৪৪) ও শাদাব খান (২৫ বলে ৪৮)—দুজনেই চালিয়ে খেলেন, ছক্কা-চারে জমিয়ে দেন রান।

শেষদিকে কিছুটা ধাক্কা খেলেও, ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২০১/৭।

বাংলাদেশের পেস আক্রমণে সেরা ছিলেন শরিফুল ইসলাম, ৩ ওভারে ২ উইকেট নিয়ে কিছুটা লড়াইয়ে রাখেন দলকে। এছাড়া মাহেদী, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম হোসেন প্রত্যেকে একটি করে উইকেট পান।

তবে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন রিশাদ—৪ ওভারে দিয়েছেন ৫৫ রান, যার মধ্যে ছিল অনেক দামী বাউন্ডারি। বল হাতে বেশ সাশ্রয়ী ছিলেন পার্টটাইমার শামীম, ৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য বাংলাদেশের জন্য হবে বড় পরীক্ষা। লিটন দাসের নেতৃত্বে এই তরুণ দল কীভাবে তাড়া করে সেটা দেখার অপেক্ষায় দর্শকরা।

Read Entire Article