জয়ের সুযোগ ঢাকা-সিলেট-চট্টগ্রামের

2 months ago 31

প্রথম ইনিংসের মতোই খুলনা ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও। একশও ছুঁতে পারেনি খুলনা বিভাগ। তাতে প্রতিপক্ষের ঢাকা বিভাগের সামনে ইমরুল কায়েসদের লিড ১০৩ রান। এখনো দুই দিন বাকি; জয়ের সহজ পথেই আছে ঢাকা। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে সিলেট ও চট্টগ্রাম বিভাগও।

 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৯১ রানে গুটিয়ে গেছে খুলনা। পেসার এনামুল হক, সুমন খান, মাহফুজুর রাব্বিদের তোপে দাঁড়াতেই পারেনি তারা। নিজের প্রথম শ্রেণির ক্রিকেটের শেষ ম্যাচে ২ বলে ১ রান করে আউট হন ইমরুল কায়েস। তার আগে অবশ্য দুই দলের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। আজ প্রথম সেশনেই জয়ের সুযোগ ঢাকা বিভাগের।

 

খুলনাতে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে ঢাকা মেট্রো। অমিতের সেঞ্চুরিতে ৩৭৬ রান তোলে সিলেট। জবাবে প্রথম ইনিংসে ১৩০ রান করা ঢাকা মেট্রো ৪ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৪৯ রান। এখনও ১৯৭ রানে পিছিয়ে তারা।

 

রাজশাহীতে পঞ্চম রাউন্ডের প্রথম ইনিংসে ৩৩৬ রান তোলে বরিশাল। জবাবে ৫ উইকেটে ২১৮ রান তুলেছে রংপুর। ৬৫ রান করেছেন আব্দুল্লাহ আল মামুন। আর চট্টগ্রাম নিজেদের মাঠে ২৫২ রান করেছে ইয়াসির আলি রাব্বিরা। ৮৪ রান করে অপরাজিত ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। প্রথম ইনিংসের ব্যর্থতা দ্বিতীয় ইনিংসে ছুঁয়ে গেছে রাজশাহীকে। ৮ উইকেটে ২০২ রান তুলেছে তারা। ৬২ রানের লিড বাকি দুই ব্যাটার আর কতটুকু নিয়ে যেতে পারেন, সেটাই এখন তাদের পরাজয়ের দূরত্ব বাড়ানোর চ্যালেঞ্জ।

Read Entire Article