ঝগড়ার সময় শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত

2 months ago 5

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল নামে একজন (৪৫) নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সঙ্গে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করেন। এসময় রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আল মামুন/এফএ/জেআইএম

Read Entire Article