ঝটিকা মিছিলের নামে এআই দিয়ে ব্যানার বদলের অভিযোগ বিএনপির

4 hours ago 3
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ ঝটিকা মিছিলের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যানার পরিবর্তন করছে এবং পুরোনো অন্য রাজনৈতিক দলের মিছিল নিজেদের নামে প্রচার করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, ‘কতিপয় লোক দেশের বাইরে পালালেও সংখ্যাগরিষ্ঠ এখনো আশপাশেই রয়েছে। এ জন্যই ঝটিকা মিছিলের নাটক করা হচ্ছে। পুরোনো ফুটেজে এআই দিয়ে ব্যানার পাল্টে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা এমন প্রজন্ম চাই না, যারা শিক্ষা থেকে দূরে থাকে। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা হোয়াইট কালার এমপ্লয়ি—এই সেক্টরে প্রায় ৪ লাখ মানুষ কাজ করেন। ৫ আগস্টের পর এ সেক্টরে মব সৃষ্টির চেষ্টা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।’ প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের প্রতি অতি মুনাফা না করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের অনুমতি ছাড়া কর্মসূচি চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন। তিনি উদাহরণ টেনে বলেন, নেপাল দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অথচ বাংলাদেশে ৫৪ বছরের ইতিহাসে এমন নির্বাচন হয়েছে কি যেখানে নেতাকে না দেখেই মানুষ ভোট দিতে বাধ্য হয়েছে। সভায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কাজে মনোযোগী হোন এবং নির্বাচিত হলে দায়িত্বশীলতার পরিচয় দিন।’
Read Entire Article