ঝালকাঠি সরকারি মহিলা কলেজ ছাত্রদলের কমিটি গঠন

6 hours ago 7

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে নুসরাত ইসলাম তাসমিয়াকে সভাপতি ও আনিকা আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান এবং সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু এ কমিটির অনুমোদন দেন। কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি নাদিরা আক্তার বুশরা, সহসভাপতি মিম আক্তার, নুসরাত জাহান ফেরদৌসি, সুমাইয়া আক্তার,মারুফা আক্তার, মরিয়ম খান জেরিন এবং ফরিয়া জামান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুম্মিতা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ইভা, মারিয়া আক্তার, নুপা আক্তার চাদনী, তাসমিয়া ও সানজিদা আক্তার। 

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সোহানা ইসলাম জান্নাত ও প্রচার সম্পাদক মুনতাহিনা জাহান রাইসা ও দপ্তর সম্পাদক হয়েছেন নুসরাত জাহান তুষ্টি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, কলেজ সৃষ্টির পর থেকেই কখনো এ কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টিতে কাজ করেনি। এবারই প্রথম ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

Read Entire Article