ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৬

1 month ago 23

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামন্তা, বাঘাডাংগা ও খোশালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ ছয় বাংলাদেশিকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া নতুনপাড়া, মাধবখালী ও গয়েশপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ, ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও তিন হাজার ৭৩০ পিস ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএইচ/এএসএম

Read Entire Article