ঝিনাইদহ-১ আসনে নৌকার মাঝি হলেন নায়েব আলী

1 week ago 15

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির ঝিনাইদহ জেলা শাখার সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার। শনিবার (৪ মে) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার।

গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা যান। তার মৃত্যুর পর শূন্য হওয়া আসনে আগামী ৫ জুন ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এসইউজে/এমকেআর

Read Entire Article