ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

2 months ago 27

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে চয়ন হোসেন ও আবীর হোসেন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকার বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শিশু চয়ন হোসেন (৭) উপজেলার হাসিলবাগ গ্রামের শওকত হোসেনের ছেলে ও আবীর হোসেন (৫) একই গ্রামের আবু সালেহর ছেলে। 

স্থানীয় সবুজ হোসেন জানান, সকাল ১০টার দিকে তিন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ছোট নৌকা নিয়ে নদের মাঝখানে চলে যায়। এরমধ্যে এক শিশু বাড়িতে ফিরে আসে। কিন্তু সে কাউকে কিছু জানায় না। এরপর চারদিকে ওই দুই শিশুর জন্য খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায় না। পরে এলাকার লোকজন নদের তীরে গিয়ে দেখে নৌকা নেই। নদের মাঝে খোঁজাখুজির একপর্যায়ে নৌকাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, তিনি ওই গ্রামে গিয়েছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Read Entire Article