ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় বৈদ্যুতিক ফ্যানে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে।
রজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
স্বজনরা জানান, শনিবার সকালে রজব আলী তার প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে বিশ্রাম নেওয়ার জন্য নিজের ঘরে যান তিনি। এসময় বৈদ্যুতিক ফ্যানের পাশে বসে থাকাবস্থায় অসাবধানতাবশত ফ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই কৃষক রজব আলীর মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহজাহান নবীন/এমএন/জেআইএম

5 months ago
76









English (US) ·