ঝিনাইদহে ব্যবসায়ী হত্যায় দুজনের যাবজ্জীবন

3 months ago 34

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুন) বিকেলে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জসিম উদ্দিন বাবু ও একই এলাকার মিজানুর রহমান বাবুল। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসমাইল হোসেন জানান, ২০২১ সালের ৫ জুন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের দোকান বন্ধ করে ফিরছিলেন শাহিন। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। পরদিন সকাল ৮টার দিকে বাড়ি ও বাজারের মাঝামাঝি এলাকার একটি কলাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। ওইদিন নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলের বিরুদ্ধে ওই বছরের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

Read Entire Article