ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ১

2 months ago 34

ঝিনাইদহ শহরে একটি টায়ার মেরামতের দোকানের বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন (২৪) নামের এক টায়ার মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) বিকেলে হামদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, হামদহ এলাকার রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিল সাব্বির নামের এক মিস্ত্রি। হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়ে ভেতরে থাকা লোহা চারদিকে ছড়িয়ে যায়। বিস্ফোরিত লোহার আঘাতে গুরুতর আহত হয় দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির হোসেন। এ সময় বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এতে আহত সাব্বিরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লা-আল মামুন বলেন, ঘটনার পরপরই আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
 

Read Entire Article