ঝিনাইদহে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

5 hours ago 7

শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরের এলজিইডি অফিস চত্বরে একদল যুবক তার ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় নিয়ে আসে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন জানান, এলজিইডি  অফিস থেকে বের হওয়ার পর জুলাইযোদ্ধারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শামিম হোসেন মোল্লা আ.লীগ সরকারের আমলে টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল ও ত্রাস সৃষ্টি করে আতংকিত জনপদ গড়ে তোলেন।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই ডিবি পরিচয়ে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সে সময় চারজনকে আটকও করে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শামীম হোসেন মোল্লাকে বুধবার বিকালে এলজিইডি দপ্তরে কিছু যুবক মারধর করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। 

তিনি জানান, তার নামে ঝিনাইদহ সদর থানায় কোনো মামলা নেই। যে কারণে তাকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

Read Entire Article