ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

ঢাকাসহ আশেপাশের এলাকায় রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকার অদূরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়াসহ ফাটল ধরার খবর পাওয়া যায়। ভবনগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়।  অন্যান্য ভবনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ ভবনটি পরিদর্শন করা হয়। ভবনটি রাজউক কর্তৃক পূর্বেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। ভূমিকম্পে ভবনটির আরও ক্ষতি সাধন হওয়ায় রাজউক কর্তৃক ভবনটি তাৎক্ষণিক সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও গুলশানে একটি ১০ তালা ভবনের কলামে ফাটল পরিলক্ষিত হওয়ায় কলামের ওপর অবস্থিত সুইমিংপুলের পানি তাৎক্ষণিক অপসারণ করা হয়।  এছাড়াও রাজধানীর টিকাটুলি, ওয়ারি মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার তথ্

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

ঢাকাসহ আশেপাশের এলাকায় রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকার অদূরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়াসহ ফাটল ধরার খবর পাওয়া যায়। ভবনগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। 

অন্যান্য ভবনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ ভবনটি পরিদর্শন করা হয়। ভবনটি রাজউক কর্তৃক পূর্বেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। ভূমিকম্পে ভবনটির আরও ক্ষতি সাধন হওয়ায় রাজউক কর্তৃক ভবনটি তাৎক্ষণিক সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও গুলশানে একটি ১০ তালা ভবনের কলামে ফাটল পরিলক্ষিত হওয়ায় কলামের ওপর অবস্থিত সুইমিংপুলের পানি তাৎক্ষণিক অপসারণ করা হয়। 

এছাড়াও রাজধানীর টিকাটুলি, ওয়ারি মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার তথ্যের ভিত্তিতে ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ১৫ দিনের মধ্যে ভবনসমূহের ডিইএ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবনগুলোর অবস্থা পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল ২২ নভেম্বর সোমবার সকাল ১০টায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ রাজউকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা আরমানিটোলায় রেলিঙ ভেঙে পড়া ভবন, বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজসহ অন্যান্য ভবন পরিদর্শন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow