ঝোড়ো ব্যাটিংয়ে খুলনাকে শেষ চারে তুললেন তামিম-মিঠুন-ইমরুল

3 weeks ago 15

শেষ ম্যাচ হারলেও হয়তো নেট রানরেটে শেষ চারে খেলতো খুলনা বিভাগ। তখন ‘যদি-তবের’ ওপর নির্ভর করতে হতো। কিন্তু বাস্তবে আর তা করতে হয়নি খুলনাকে। শেষ খেলায় রংপুর বিভাগকে ৩৪ রানে হারিয়ে তৃতীয় হয়েই নকআউট পর্বে নাম লিখিয়েছে নুরুল হাসান সোহানের দল। আগামী পরশু দিন শনিবার সকালে চট্টগ্রামের সাথে এলিমিনেটর পর্বে খেলবে তারা।

ওপেনার এনামুল হক বিজয় কিছু করতে না পারলেও তিন প্রতিষ্ঠিত ব্যাটার আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন আর অভিজ্ঞ ইমরুল কায়েস ব্যাট হাতে জ্বলে উঠলে ১৯৫ রানের বড়সড় স্কোর গড়ে খুলনা। জবাবে ১৬১ রানেই থামে রংপুর।

অথচ শুরুটা ভালো ছিল না খুলনার। ওপেনার এনামুল হক বিজয় সাজঘরে ফিরে যান মাত্র ৯ রানে। তবে আরেক ওপেনার আজিজুল হাকিম তামিম আর মোহাম্মদ মিঠুন শক্ত হাতে শুরুর ধাক্কা সামলে দেন। তারা দুজন দ্বিতীয় উইকেটে ৬৮ রান তোলেন।

এশিয়া কাপ বিজয়ী যুবদল অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪১ বলে ৪ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৬৬ রান করে আউট হলে খুলনার হাল ধরেন মোহাম্মদ মিঠুন আর ইমরুল কায়েস।

তৃতীয় উইকেটে এ দুই প্রতিষ্ঠিত পারফরমার যোগ করেন ৯০ রান। যাতে মিঠুনের অবদান ছিল ৪৯ বলে ৭১ (৪ ছক্কা ও ৫ বাউন্ডারি)। আর অভিজ্ঞ যোদ্ধা ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ১৯ বলে ৪০ রানের হার না মানা ইনিংস (২ ছক্কা ও ৪ বাউন্ডারি)।

৩ বল আগে মিঠুন আউট হলে অধিনায়ক নুরুল হাসান সোহান নিজে না নেমে পাঠান মৃত্যুঞ্জয় চৌধুরীকে। কিন্তু এই পেসার কাম লেট অর্ডার প্রথম বলেই আউট হয়ে যান। শেষ পর্যন্ত খুলনার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯৫।

আগেই কোয়ালিফায়ার-১ নিশ্চিত করা আকবর আলীর রংপুর বিভাগ ওই বড় স্কোর টপকাতে পারেনি। প্রথম ৪ ব্যাটার চৌধুরী রিজওয়ান (০), তানবীর হায়দার (২৬), নাইম ইসলাম (১৪) ও আব্দুল্লাহ আল মামুনের (২৭) কেউ বড় ইনিংস খেলতে পারেননি। কারো ব্যাট থেকে একটি ঝোড়ো ইনিংস বেড় হয়নি। রান যা করার করেছেন অধিনায়ক আকবর আলী।

একা একদিক আগলে রাখার পাশাপাশি হাত খুলে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছানোর প্রাণপন চেষ্টা করেন আকবর। কিন্তু সে অর্থে কেউ তাকে সহায়তা করতে পারেননি। তার ২৯ বলে ৫ ছক্কা আর ২ বাউন্ডারিতে সাজানো ৫২ রানের ইনিংস তাই কাজে আসেনি। হারের ব্যবধান কমিয়েছে শুধু।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২০ ওভারে ১৯৫/৪ (এনামুল হক বিজয় ৯, আজিজুল হাকিম তামিম ৬৬, মোহাম্মদ মিঠুন ৭১, ইমরুল কায়েস ৪০; রবিউল হক ২/৩১)।
রংপুর: ২০ ওভারে ১৬১/৯ (চৌধুরী রিজওয়ান ০, তানবীর হায়দার ২৬ , নাইম ইসলাম ১৪, আব্দুল্লাহ আল মামুন ২৭, আকবর আলী ৫২ অপরাজিত, আরিফুল ০, আলাউদ্দীন বাবু ২; টিপু সুলতান ৩/২০, পারভেজ জীবন ৩/২৩, মৃত্যুঞ্জয় চৌধুরী ১/১৭, আল আমিন হোসেন ১/৩১, মাসুম খান টুটুল ১/৩৩)।

ফল: খুলনা ৩৪ রানে জয়ী।

এআরবি/এমএমআর/এএসএম

Read Entire Article