ঝড়-বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে দেশে ফিরল যুবারা

3 months ago 6
আবহাওয়ার খামখেয়ালিপনায় তৈরি হয়েছিল একরাশ অনিশ্চয়তা। উদ্বেগ আর অপেক্ষার সেই পালা শেষ করে অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল। সন্ধ্যা পৌনে আটটার দিকে তারা এসে পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দিনের শুরুতে সবকিছু ছিল পরিকল্পনা অনুযায়ী—কলকাতা থেকে ইন্ডিগোর নির্ধারিত ফ্লাইটে বিকেল পাঁচটায় ঢাকায় নামার কথা ছিল দলের। কিন্তু বিকেলের প্রবল ঝড়-বৃষ্টিতে তাল কেটে যায় সব পরিকল্পনার। ঢাকার আকাশে ভর করে ঘন কালো মেঘ, দমকা হাওয়া আর বৃষ্টিতে বিমানের পাইলট অবতরণের ঝুঁকি নিতে না পেরে ফেরত যান কলকাতায়। এই পরিস্থিতিতে বিমানের মধ্যেই ঘণ্টাখানেক অপেক্ষায় ছিলেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ঘরে ফেরার পথ যেন হঠাৎ করেই থেমে গিয়েছিল। তবে বেশি দেরি হয়নি, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতেই সন্ধ্যা সাতটার কিছু আগে আবারও আকাশে ওড়ে সেই ফ্লাইট। শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকার মাটি স্পর্শ করে যুবা ফুটবলারদের বহনকারী বিমান। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে দলটি গিয়েছিল ভারতের অরুণাচল প্রদেশে। সেখানেই শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে স্বাগতিক ভারতের কাছে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের যুবারা। ১৮ মে শেষ হওয়া টুর্নামেন্টের পর ১৯ মে তারা কলকাতা আসে। ঢাকায় ফেরার জন্য আজকের ফ্লাইটই ছিল নির্ধারিত। বাংলাদেশ দলের ফিরে আসার সঙ্গে সঙ্গেই তারা বাফুফে ভবনের পথে রওনা দেয়। সেখানে সংক্ষিপ্ত বিশ্রাম ও আনুষ্ঠানিকতা শেষে খেলোয়াড়রা নিজ নিজ গন্তব্যে যাবেন বলে জানা গেছে।
Read Entire Article