ঝড়ে আটকেপড়া প্রসূতিকে উদ্ধার করে হাসপাতালে নিলো কোস্টগার্ড

3 months ago 9

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে প্রতিকূল আবহাওয়ায় প্রসূতি এক নারীর পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় খুলনার দাকোপের কালাবগি গ্রামের শরীফা বেগমের (২৮) প্রসব ব্যথা শুরু হলে তাকে জরুরি ভিত্তিতে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা নলিয়ান কোস্টগার্ড স্টেশনকে বিষয়টি জানায়।

পরিস্থিতি বিবেচনায় স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড একটি বোট প্রস্তুত করে। এরপর ওই নারীকে দাকোপের কালাবগি থেকে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে দেয়।

ঝড়ে আটকেপড়া প্রসূতিকে উদ্ধার করে হাসপাতালে নিলো কোস্টগার্ড

কোস্টগার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রসব ব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয়।

পরবর্তীতে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন বলে জানান কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ।

আবু হোসাইন সুমন/জেডএইচ/জিকেএস

Read Entire Article