ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর

3 months ago 8

বরগুনার তালতলীতে ঝড়ো হাওয়ায় ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই এলাকার মো. রাজীব সিকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তা আক্তারের ঘরে পাশের বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ নেওয়া ছিল। শুক্রবার ঝড়ো হাওয়ায় ওই সংযোগের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ঘটনার সময় বৈরী আবহাওয়ার কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

পরে মুক্তা আক্তার ছিঁড়ে পড়া তারটি সরাতে গেলে হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তার হাতে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।

তিনি জানান, চিকিৎসকের পরীক্ষায় যদি বিদ্যুৎস্পৃষ্টের প্রমাণ না পাওয়া যায় তাহলে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

নুরুল আহাদ অনিক/বিএ

Read Entire Article