টঙ্গীতে ওয়ার্ড সভাপতির ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

18 hours ago 4

গাজীপুরের টঙ্গীতে ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতির ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হমিলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বিকে ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করে। এছাড়া তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই সময় মামুন নামের ছাত্রদলের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মূলত কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার কারণে পরিকল্পিতভাবে তার ওপর এই নির্যাতন চালানো হয়েছে।

‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অস্ত্র, পেশিশক্তি ও আধিপত্যবাদের রাজনীতির অবসান হলেও ছাত্রদল পুনরায় সেই সহিংসতার পথ বেছে নিয়েছে, যা সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতির পরিপন্থি।’

ছাত্রশিবিরের নেতারা এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান তারা। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানানো হয়।

এএএম/কেএসআর/জিকেএস

Read Entire Article