টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে অনুষ্ঠিত পাঁচ দিনের জোড়ে আরও এক মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটেছে।  সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে অজুখানার পাশে বার্ধক্যজনিত কারণে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মো. আজিজুর রহমান (৭২) মৃত্যুবরণ করেন।  মরহুম আজিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বত্যপুর ইউনিয়নের দেওপুরা গ্রামের হাবিবুর সরদারের ছেলে।  ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এ নিয়ে চলমান জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে অনুষ্ঠিত পাঁচ দিনের জোড়ে আরও এক মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটেছে। 

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে অজুখানার পাশে বার্ধক্যজনিত কারণে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মো. আজিজুর রহমান (৭২) মৃত্যুবরণ করেন। 

মরহুম আজিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বত্যপুর ইউনিয়নের দেওপুরা গ্রামের হাবিবুর সরদারের ছেলে। 

ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এ নিয়ে চলমান জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow