টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের ৪ কর্মী জাতীয় বার্ন ইনস্টিটিউটে

3 hours ago 3

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের চার কর্মীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- মো. শামীম আহমেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জান্নাতুল নাঈম (৩৮) ও জয় হাসান (২৪ )।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় এই চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

আরও পড়ুন

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৮

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্তব্যরত সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি জানান, যে চারজনকে আনা হয়েছে তাদের মধ্যে জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ, মো. শামীমের ১০০ শতাংশ, মো. নুরুল হুদা ১০০ শতাংশ ও মো. জয় হাসানের ৫ শতাংশ দগ্ধ হয়েছ। এর মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। বাকি তিনজনের অবস্থা গুরুতর, তাদের ভর্তি করা হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/এমএস

Read Entire Article