টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে যাত্রী নিয়ে যাচ্ছিল সোনিয়া পরিবহনের একটি বাস। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ব্রিজের ওপরে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নবাব সরকার পরিবহনের অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই বাসের চালক, শিশু ও নারীসহ অন্তত ২৫ জন আহত হন। পরে দুই বাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের ট্রাফিকের টিআই মো. সফিকুল ইসলাম বলেন, দুই বাসের চালক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফ্লাইওভারের একটি লেনে ঢাকা মুখী এবং অপর লেনে ময়মনসিংহমুখী গাড়ি চলাচল করে। মাঝে কোনো সড়ক বিভাজক নেই।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস