টঙ্গীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

4 hours ago 2

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৪১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী পশ্চিম থানার এসআই আরফানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত ১টায় দক্ষিণ আরিচপুর সাকিনস্থ সড়ক উপবিভাগের সামনে থেকে মো. সাগর মিয়াকে (২২) ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিনে রাত ৩টা ৪০ মিনিটে টঙ্গী পশ্চিম থানার এসআই আল-আমিনের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আউচপাড়ার কলেজ রোডসংলগ্ন আলী হোসেনের বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া মোসা. তাসলিমাকে (৩৬) ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাসলিমার বাড়ি ময়মনসিংহ হলেও তিনি টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়ায় ভাড়া থাকতেন। সেখান থেকেই মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি সৈয়দ হাবিব মিসকান্দার জানান, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং টঙ্গী পশ্চিম থানা এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।’

Read Entire Article